

যদিও সরকার 40 টিরও বেশি পরিষেবা পেতে ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে, তবে প্রতিক্রিয়া খারাপ ছিল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) 2022-23 অর্থবছরে রিটার্ন জমা দেওয়ার জন্য দুবার সময় বাড়িয়েছিল, এই পদক্ষেপ সত্ত্বেও, প্রায় 8.20 মিলিয়ন টিআইএন ধারকের মধ্যে রিটার্নের সংখ্যা প্রায় 3.0 মিলিয়ন রয়ে গেছে, এনবিআর সূত্র রবিবার জানিয়েছে।
এনবিআরের অস্থায়ী তথ্য অনুযায়ী প্রায় ৩৬ শতাংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ফলে সময় বাড়ানো ও সচেতনতা বাড়ালেও এনবিআরের প্রত্যক্ষ করের পরিমাণ বাড়ছে না।
আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা থাকলেও এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এক মাস সময় বাড়িয়েছে এনবিআর।
দেশে বর্তমানে 8.20 মিলিয়নের বেশি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) করদাতা রয়েছে। 2016 সালে, আয়কর অধ্যাদেশ পরিবর্তিত হয় এবং 30 নভেম্বর জাতীয় কর দিবসের পরে রিটার্ন দাখিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই, সময় বাড়ানোর পথ বন্ধ রয়েছে।
তবে গত দুই বছর কোভিড-১৯ মহামারী এবং দেশীয় অর্থনীতির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে মেয়াদ এক মাস বাড়ানো হয়েছিল।
করদাতাদের প্রত্যাশা পূরণে এক ছাদের নিচে আয়কর মেলা অনুষ্ঠিত হয়নি। নভেম্বর মাসে উৎসবমুখর পরিবেশে দেশের ৩১টি কর অফিস করদাতাদের সেবা প্রদান করেছে।
আয়কর নির্দেশিকা 2022-23 অনুযায়ী, 40 ধরনের পরিষেবার জন্য রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে। এর কারণে ই-টিআইএন ধারকদের রিটার্ন দাখিলের কোনো বিকল্প নেই। তা না হলে জনগণকে বিভিন্ন সেবা পেতে নানা জটিলতার সম্মুখীন হতে হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.