
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জুলাই বিপ্লবসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এদিন মামলায় তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। সকালে আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন-কে আদালতে হাজির করা হয়।
এর আগে গতকাল রোববার (১৭ আগস্ট) শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মোট ৮১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.