Bangla
3 months ago

পাঁচ বছর পর মিয়ানমারে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের নির্বাচন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রায় পাঁচ বছর পর আবারও মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার (১৮ আগস্ট) ঘোষণা করেছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচনের প্রথম ধাপ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক সরকার একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে, তবে সমালোচকরা ইতিমধ্যে এই উদ্যোগকে সন্দেহ ও উপহাসের চোখে দেখছেন।

সরকারি সম্প্রচারমাধ্যম এমআরটিভি-তে প্রকাশিত এক ঘোষণায় ইউনিয়ন নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বর ও জানুয়ারিতে আরও কিছু ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সেসব ধাপের নির্ধারিত তারিখ এখনো জানানো হয়নি, নিরাপত্তাজনিত কারণেই এই সময়সূচি এখনো চূড়ান্ত নয়।

সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দল এই নির্বাচনের জন্য নিবন্ধন করেছে, যার মধ্যে ৯টি দল সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। আরও ৬টি দল এখনো অনুমোদনের জন্য পর্যালোচনার অধীনে রয়েছে।

তবে ব্যাপক অভিযোগ রয়েছে, জান্তা বিরোধী অনেক দলকেই নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে অথবা তারা নিজেরাই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে সামরিক বাহিনীর ক্ষমতা পাকাপোক্ত করার উপায় হিসেবে দেখছে, এবং আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোরই আধিপত্য থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জেনারেল মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে সহিংসতা ও সংঘাত চরমে পৌঁছায়। সামরিক সরকারের বিরুদ্ধে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর প্রচণ্ড সংঘর্ষ এখনো চলমান।

 

শেয়ার করুন