মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

যাত্রীবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন।
আদালতে আজ (১৮ আগস্ট) দুপুরে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
গতকাল রোববার গুলশান থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় জুলাই আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু গুলিতে আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে নাসির উদ্দিন সাথী ২২ নাম্বার এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার আসামি।

For all latest news, follow The Financial Express Google News channel.