Bangla
3 months ago

কুয়াকাটা উপকূলে ট্রলারডুবি: ১১ ঘণ্টা সাগরে ভেসে জীবিত উদ্ধার ১০ জেলে

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে মাছ ধরার সময় একটি নাম না জানা ট্রলার সাগরে ডুবে গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে, কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাগর এলাকায়। ট্রলারটিতে থাকা ১০ জন জেলে গভীর সাগরে পানির ড্রাম ও মাছ ধরার জালের ফ্লোট আঁকড়ে ধরে টানা ১১ ঘণ্টা ভেসে ছিলেন। 

পরে আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাথরঘাটার কচিখালী উপকূলীয় অঞ্চল থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, স্থানীয় জেলেরা জানিয়েছেন, বর্তমানে সাগর অত্যন্ত উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার অধিকাংশ মাছ ধরার ট্রলার সাগরে যাওয়া বন্ধ রেখে নদী বা শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

শেয়ার করুন