Bangla
3 months ago

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডের ৩০০ কোটি টাকা মূল্যমানের পরিত্যক্ত সম্পত্তি বরাদ্দ দেওয়া ও অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত ওই সম্পত্তি অধিগ্রহণ ও বরাদ্দ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। ওই সম্পত্তি জনগণের জন্য কেন সংরক্ষণ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমদের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

এর আগে, ২০২২ সালের নভেম্বরে হাইকোর্ট ধানমন্ডির ২ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ির মালিকানা সরকারের বলে রায় দিয়েছিল। এই রায়ের পর সাংবাদিক আবেদ খানকে তথ্য গোপন করে রিট দায়ের করায় আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন।

১৯৭২ সালে ধানমন্ডি ২ নম্বর রোডের ২৯ নম্বর বাড়িটি পরিত্যাগ করে তৎকালীন মালিক চলে যান এবং সরকার ওই সম্পত্তি দখল করে। পরবর্তী সময়ে তোয়াব খান, আবেদ খান ও অন্যান্যরা এর মালিকানা দাবি করে মামলা দায়ের করেন। প্রথম সেটেলমেন্ট কোর্টে সম্পত্তি সরকারের অধীনে থাকার রায় দেয়।

তবে, এস নেহাল আহমেদ নামে একজন ১৯৮৭ সালের আবেদন দেখিয়ে ১৯৯৬ সালে প্রথম সেটেলমেন্ট কোর্টে মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে সরকার পক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি। ওই মামলায় আদালত নেহাল আহমেদের পক্ষে রায় দেয়।

এখন, একই সম্পত্তির বিষয়ে বিভিন্ন রিট পিটিশন এবং সরকারের অবস্থান নিয়ে আদালতে নতুন রুল জারি হয়েছে। 

শেয়ার করুন