ডাকসু নির্বাচনে অংশ নিতে শিবিরের প্যানেল ঘোষণা, ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে লড়বেন এসএম ফরহাদ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। এছাড়া, ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
ইতোমধ্যে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন চলতি বছর চোখ হারানো খান জসীম।
এছাড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ।
প্যানেলে আরও রয়েছেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া
এছাড়া আরও ১৩টি সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি।

For all latest news, follow The Financial Express Google News channel.