
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিশ্বখ্যাত ইংরেজ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার (১৮ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ‘সুপারম্যান’ ছবির দুর্ধর্ষ ভিলেন জেনারেল জড চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্ট্যাম্প শুধু অভিনয়ের জন্যই নয়, বরং একজন গভীর চিন্তাশীল লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তাদের ভাষায়, “তার সৃষ্টি বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
প্রায় ছয় দশকব্যাপী অভিনয়জীবনে স্ট্যাম্পের যাত্রা শুরু হয় ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে। প্রথম চলচ্চিত্রেই তিনি অর্জন করেন অস্কার মনোনয়ন ও গোল্ডেন গ্লোব পুরস্কার। এরপর ‘দ্য কালেক্টর’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘সুপারম্যান’, ‘সুপারম্যান-২’, ‘ভ্যালকিরি’ ও ‘দ্য অ্যাডজাস্টমেন্ট ব্যুরো’সহ বহু আলোচিত সিনেমায় অভিনয় করেন।
১৯৯৪ সালে তিনি অস্ট্রেলীয় চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’-এ একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। এই চরিত্রের জন্য তিনি বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তারপর ১৯৭৬ সালে তিনি ‘সুপারম্যান’ সিনেমায় জেনারেল জড চরিত্রে অভিনয়ের সুযোগ পান, যা তাকে আবারও মূলধারার চলচ্চিত্রে ফিরিয়ে আনে এবং নতুন করে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
তার মৃত্যুতে সহ-অভিনেত্রী সারাহ ডগলাস লিখেছেন, “এটা খুবই বেদনার। টেরেন্স ছিলেন দুর্দান্ত প্রতিভাবান এবং পরিশীলিত একজন মানুষ। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”
বাফটা এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই কিংবদন্তির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

For all latest news, follow The Financial Express Google News channel.